বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার উপায় ও আবেদনের নিয়ম

বাংলাদেশ থেকে কানাডা যাওয়া অনেকেরই স্বপ্নের মত| কারণ কানাডায় উন্নত জীবনযাত্রা, নিরাপদ পরিবেশ ও উচ্চমানের শিক্ষার জন্য এটি দেশ জুড়ে পরিচিত| বাংলাদেশ থেকে কানাডায় অভিবাসনের জন্য কয়েকটি উপায় রয়েছে| যেমন-শিক্ষার জন্য, চাকরির জন্য

বাংলাদেশ-থেকে-কানাডা-যাওয়ার-উপায়

ওয়ার্ক পারমিট ভিসার জন্য ও স্থায়ীভাবে বসবাসের জন্য ইত্যাদি| কিন্তু প্রতিটা পদ্ধতির জন্য আপনার নির্দিষ্ট কিছু যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে| এই আর্টিকেলটির মধ্যে বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার উপায় ও কিছু নিয়ম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব|

পেজ সূচিপত্র: বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার উপায়

বাংলাদেশ থেকে কানাডার ভিসার প্রকারভেদ গুলো

বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার জন্য অনেক ধরনের ভিসা আছে| যে ভিসা গুলো আবেদনকারীর যোগ্যতার উপর নির্ভরশীল| এই ভিসার প্রকারভেদ গুলোর মধ্যে আছে পড়াশোনার জন্য স্টাডি পারমিট ভিসা, কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা, ও বসবাসের জন্য পার্মানেন্ট ভিসা| এই ভিসা গুলো নিয়ে নিচে আলোচনা করা হলো:-

স্টাডি পারমিট ভিসা: অনেক বাংলাদেশী শিক্ষার্থীরা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গুলোতে উচ্চমানের শিক্ষার জন্য কানাডা যেতে চান| স্টাডি পারমিট ভিসার মাধ্যমে শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে পড়ার অনুমতি পেয়ে থাকেন| আবেদনকারীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি বৈধ লেটার অফার পায় তার জন্য তাদেরকে প্রয়োজনীয় ফ্রি দিতে হয়| এই স্টাডি পার্মেন্ট ভিসার পাশাপাশি শিক্ষার্থীরা ক্যাম্পাস অথবা তার বাইরে কাজ করার সুবিধা পায়|

ওয়ার্ক পারমিট ভিসা: কর্মসংস্থানের জন্য যারা কানাডা যেতে চায় ওয়ার্ক পারমিট ভিসা রয়েছে তাদের জন্য| এই ওয়ার্ক পারমিট ভিসার আবার কিছু ধরন রয়েছে| যেমন-ওপেন ওয়ার্ক পারমিট ও এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট ভিসা| কানাডায় কাজের জন্য আবেদনকারীরা কোন নির্দিষ্ট নিয়োগকর্তার অধীনে কাজ না করে| যে কোন জায়গায় কাজ করতে পারে তাকে ওপেন ওয়ার্ক পারমিট ভিসা বলে| 

এটি সাধারণত শিক্ষার্থীদের জন্য দেওয়া হয় যারা গ্যাজুয়েশন করেছে এবং কাজ করতে চাই| আর এম প্লয়ার স্পেসেফিক ওয়ার্ক পারমিট ভিসা আবেদনকারীরা একজন নিয়োগকর্তা অধীনে কাজ করার জন্য অনুমতি পাই| এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য| (LMIA) এটির প্রয়োজন হয় যেটা নিয়োগকর্তাদের কাছে প্রক্রিয়াকৃত|

পার্মানেন্ট ভিসা: কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য পার্মানেন্ট ভিসার প্রয়োজন হয়| পার্মানেন্ট রেসিডেন্সি (PR) ভিসা পাওয়ার জন্য বেশ কয়েকটি প্রক্রিয়া আছে| তবে যোগ্য আবেদনকারীরা কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য অনুমতি পেয়ে থাকে| PR-এর জনপ্রিয় কিছু প্রোগ্রাম হল:-ফ্যামিলি স্পনসরশিপ ও এক্সপ্রেস এন্ট্রি ইত্যাদি| 

কানাডায় যাওয়ার জন্য ইন্টারভিউ ও প্রস্তুতি

কানাডা যাওয়ার জন্য ইন্টারভিউ ও প্রস্তুতি নেওয়ার আগে| কানাডায় যাওয়ার জন্য যেসব নিয়ম কানুন ও প্রক্রিয়াগুলো আছে| সে বিষয়গুলো আপনাকে আগে জানতে হবে| সাধারণত শিক্ষার্থীরা, কর্মজীবীরা ও অভিবাসী অথবা পর্যটক হিসাবে যাওয়ার জন্য ভিসা প্রয়োজন হয়| এই জন্য প্রতিটি ভিসার আলাদা আলাদা ইন্টারভিউ ও প্রস্তুতি নেওয়া দরকার| নিজে কিছু সাধারণ ইন্টারভিউ ও প্রস্তুতি টিপস নিয়ে আলোচনা করা হলো:-

ইন্টারভিউ এর ধরন:

কানাডায় যাওয়ার জন্য কনসুলেট অথবা ভিসা অফিসে ইন্টারভিউ হয়ে থাকে| এটি ভার্চুয়ালি হতে পারে অথবা সরাসরিও হতে পারে| সেটি নির্ভর করে ভিসার উদ্দেশ্য ওপর| যেমন- স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা ইত্যাদি|

ইন্টারভিউ প্রস্তুতি:

ইন্টারভিউ দেওয়ার আগে আপনাকে যথাযথ প্রস্তুতি নিতে হবে| যে বিষয়গুলোর উপর আপনি প্রস্তুতি নিবেন সেগুলো হলো নিজের বিষয়ে জানা| নিজের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, আপনার ভিসার উদ্দেশ্য কি এবং ভিসাটি পাবার পর| আপনার পরিকল্পনাটি কি হবে সে বিষয়ে ধারণা থাকতে হবে | কারণ ইন্টারভিউতে আপনাকে এরকম প্রশ্ন করতে পারে| দলিলপত্র সঠিকভাবে প্রস্তুত করা বলতে|

আরো পড়ুন:

আপনার প্রয়োজনীয় কাগজপত্র গুলোকে আগে সঠিকভাবে সাজিয়ে নিতে হবে| যেমন-আপনার পাসপোর্ট, শিক্ষা শিক্ষাগত যোগ্যতা অথবা কাজের যোগ্যতা চাকরির অফার লেটার ইত্যাদি| আপনাকে ইংরেজি অথবা ফরাসি ভাষা জানতে হবে| কারণ কানাডা ইংরেজি অথবা ফরাসি ভাষা ব্যবহার করা হয়| 

তার জন্য ইন্টারভিউতে আপনাকে ইংরেজি অথবা ফরাসি ভাষায় প্রশ্ন করতে পারে| ইন্টারভিউ নেওয়ার সময় আপনাকে তারা প্রশ্ন করতে পারে| আপনি কি কাজের জন্য সেখানে যাচ্ছেন এবং কার মাধ্যমে যাচ্ছেন সেগুলোও| সেজন্য আপনাকে সকল বিষয়ে সঠিক ধারণা রাখতে হবে|

কানাডায় যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

কানাডায় যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র অথবা ভিসা আবেদনের জন্য বেশ কিছু কাগজপত্র প্রয়োজন রয়েছে| তবে ভিসার উদ্দেশ্য বা ধরন(স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, ও ইমিগ্রেশন ভিসা) এটা আবার কিছুটা ভিন্ন ও হতে পারে| সাধারণ ভাবে আপনার প্রয়োজনীয় কিছু কাগজপত্র বিষয় নিয়ে আমরা আলোচনা করব| পাসপোর্ট আবেদন করার সময় আপনার একটি বৈধ পাসপোর্ট লাগবে এবং পাসপোর্ট এর মেয়াদ ন্যূনতম ৬ মাসের বেশি হতে হবে|

বাংলাদেশ-থেকে-কানাডা-যাওয়ার-উপায়

আপনাকে কানাডা ভিসায় আবেদন করার জন্য কানাডার সরকারি ওয়েবসাইট থেকে ফর্ম তুলে তা পূরণ করতে হবে| আর প্রয়োজন অনুযায়ী সকল তথ্য দেওয়া লাগবে| এগুলো ছাড়া আরো কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে| যেমন-পুলিশ ক্লিয়ারেন্স এর সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, ছবি, আর্থিক দলিলপত্র ইত্যাদি|

নির্দেশনা অনুযায়ী আরও অন্যান্য কিছু কাগজপত্র প্রয়োজন হতে পারে| কারণ কানাডা কনসুলেট অফিসে আবেদন করার জন্য তারা বিশেষ কিছু কাগজপত্র চেয়ে থাকেন| এছাড়া কানাডা ভিসা আবেদনের জন্য তাদের ওয়েবসাইট থেকে নির্দিষ্টক্রমের গাইডলাইন বিষয়ে জেনে নেওয়া ভালো|

কানাডায় বসবাসের জন্য শর্তাবলীও নিয়ম

কানাডায় বসবাসের জন্য অথবা অভিবাসনের জন্য তাদের কিছু শর্তাবলী ও নিয়ম রয়েছে| যেগুলো আপনাকে অনুসরণ করতে হবে| তবে এগুলো বিভিন্ন হতে পারে সেটি ভিসা বা নাগরিকদের প্রক্রিয়া অনুযায়ী নির্ধারণ করা হবে|

কানাডায় অভিবাসনের প্রক্রিয়া: কানাডায় বসবাসের জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া রয়েছে তার মধ্যে কিছু প্রক্রিয়া হলো: এক্সপ্রেস এন্ট্রি, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা ও পিপিটি| এক্সপ্রেস এন্ট্রি এটি হলো একটি পয়েন্ট ভিত্তিক সিস্টেম যেখানে শুধু যোগ্যদের নির্বাচন করা হয় তারাই কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য অনুমতি পাই| এটি ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসের আবেদনকারীদের অন্তর্ভুক্ত করা হয়|

আরো পড়ুন:

এছাড়া স্টুডেন্ট ভিসা যারা কানাডায় পড়াশোনা করার জন্য তাদেরকে ছাত্র ভিসা পেতে হয় এবং তারা নির্দিষ্ট সময়কালে পর্যন্ত সেখানে বসবাস করতে পারে| যারা কাজ করার জন্য কানাডায় যেতে চায় তাদেরকে ওয়ার্ক ভিসা দেওয়া হয় এবং তারা কর্মী হিসেবে সেখানে কাজ করার অনুমতি পায়| পিপিটিতে যারা যোগ্য তাদেরকে নির্বাচন করে থাকে এবং পরবর্তীতে তারা সেখানে বসবাস করতে পারে|

কানাডায় বসবাসীর জন্য শর্তাবলী: কানাডায় বসবাসের জন্য তাদের কিছু শর্তাবলী থাকে| যেমন- ভাষার দক্ষতা, কর্মসংস্থান, স্বাস্থ্য বীমা, অধিকার ও দায়িত্ব ইত্যাদি| কানাডায় দুটি সরকারি ভাষা প্রচলিত হয় একটি ইংরেজি ও ফরাসি| সেখানে একজন স্থায়ী নাগরিককে তাদের ভাষার ওপর দক্ষতা বহন করতে হবে| এটি বিশেষ করে বাসিন্দা হওয়ার জন্য আবেদন করার সময় লাগে| কানাডায় নাগরিকদের কাজ করার জন্য তাদের অধিকার থাকে|

কিন্তু তারা যদি চাকরি পাওয়ার জন্য তাদের যে নির্দিষ্ট শর্তাবলীগুলো পালন করতে পারে তাহলে| কানাডায় অভিবাসনের সময় নাগরিকদেরকে তাদের যে স্থায়ী প্রথা আইন ও নীতিমালা গুলো রয়েছে সেগুলো মেনে চলতে হবে| আর সেখানে স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য সেখানকার নাগরিকদেরকে স্বাস্থ্য বীমা নিবন্ধন করে রাখতে হবে|

কানাডায় কাজের সুযোগ সুবিধা ও যোগ্যতা

কানাডায় কাজের সুযোগ সুবিধা গুলো দক্ষতার ওপর নির্ভর করে সেটি বিভিন্ন সেক্টরে হতে পারে| কিন্তু যারা দক্ষ কর্মী তাদের জন্য কানাডায় বেশ সুযোগ-সুবিধা দেওয়া হয়| তার মধ্যে নিচে কিছু দিক আলোচনা করা হলো:-

  • কানাডায় কাজের সুযোগ সুবিধা: 

কানাডাতে দক্ষ কর্মীদের ভিন্ন ভিন্ন সেক্টরে নিয়োগ দেওয়া হয়| আইটি সফটওয়্যার ডেভেলপার, সাইবার সিকিউরিটি এসব দক্ষ কর্মীদের চাহিদা বেশি| আরো রয়েছে স্বাস্থ্য সেবার জন্য ডক্টর অথবা নার্স এরা যদি প্রফেশনাল হয়ে থাকে| সেজন্য এদেরকে বেশ বড় সুযোগ দিয়ে থাকে| আরো রয়েছে ইঞ্জিনিয়ারিং, পরিবহন ও ব্যবসায়ী| তারা মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারদেরকে তাদের চাহিদা ও আগ্রহ অনেক বেশি হয়ে থাকে|

সেখানে আপনি যে সুবিধাগুলো পেতে পারেন, কানাডায় যদি আপনি চাকরি করেন| তাহলে তারা বিশেষভাবে আপনাকে অনেক সুযোগ-সুবিধা দিয়ে থাকবে| কানাডাতে কর্মীদের অথবা কর্মচারীদের সুরক্ষা দেওয়া হয় এবং ন্যায্য আচরণ করা হয়| তাদেরকে বেশিরভাগ ভালো পরিমাণের বেতন দিয়ে থাকেন এবং সরকারি কর্মীদের নিরাপত্তা দেওয়া হয়|

তাদের বেতন বাড়ানোর সুযোগ-সুবিধা দিয়ে থাকে| সেখানে স্বাস্থ্য বীমার মাধ্যমে তারা স্বাস্থ্যসেবা দিয়ে থাকে| চিকিৎসার পর আপনার ব্যয় যাতে কম হয় সেই দিকে সহায়তা করে থাকে| পারিবারিক সমস্যার জন্য উপযুক্ত ছুটি| আপনি প্রশিক্ষণের সুযোগের মাধ্যমে ডেভলপমেন্ট করে আপনার ক্যারিয়ার আরো উন্নত করতে পারবেন|

  • যোগ্যতা: 

কানাডাতে কাজ পাবার জন্য তাদের কিছু নিয়ম-নীতি, শর্তাবলী ও যোগ্যতার প্রয়োজন আছে| শিক্ষাগত যোগ্যতার জন্য নির্দিষ্ট কিছু ডিপ্লোমা বা ডিগ্রীর প্রয়োজন আছে যেমনটা ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তিগত ডিগ্রি| এছাড়া আরো কিছু যোগ্যতার কথা তারা উল্লেখ করেছেন কর্মদক্ষতা আপনার যদি পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেটি আপনাকে কাজ পাবার সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দেই|

কানাডাতে ভাষা দক্ষতা থাকা লাগবে সেখানে ইংরেজি ও চেঞ্জ ট্রেঞ্চ ট্রেন ভাষায় দক্ষ থাকলে তার দ ভাষা দক্ষতার জন্য IELTS প্রমাণ নিয়ে থাকে| তারা কিছু অতিরিক্ত যোগ্যতা জন্য ইঞ্জিনিয়ারিং, শিক্ষাগত ও স্বাস্থ্য এবং কানাডিয়ান লাইসেন্সের এগুলোর প্রয়োজন পড়তে পারে|

বাংলাদেশ থেকে কানাডা যেতে কত টাকা লাগে

বাংলাদেশ থেকে কানাডা যেতে কত টাকা লাগে এ বিষয়টি অনেকেই জানেনা| এই হেডিং টির মধ্যে আমরা সে বিষয়টি নিয়ে কিছু আলোচনা করব| বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার জন্য আপনার টাকার পরিমান কত লাগতে পারে সেটি নির্ভর করে| আপনি কোন প্রক্রিয়ার ভিসার মাধ্যমে সেখানে যেতে চাচ্ছেন তার ওপর| কারণ প্রতিটি ভিসার আলাদা আলাদা মূল্য রয়েছে| তবে আপনি যদি সেখানে স্থায়ীভাবে বসবাস করতে চান, তার জন্য সেখানকার প্রাথমিক কিছু খরচ রয়েছে|

আরো পড়ুন:

সেখানে প্রধান ভিসা আবেদন কারীর খরচ হতে (প্রায় ১১০,০০০ -১২০,০০০ টাকা) পারে| তবে আপনি যদি আপনার জীবন সঙ্গিনী ও সন্তান অথবা পরিবারের অন্য কাউকে নিয়ে যেতে চান, সে ক্ষেত্রে তাদের কম খরচ লাগবে| এছাড়া আরো অন্যান্য খরচ রয়েছে| সেগুলো হল ইংরেজি ভাষায় দক্ষ হওয়ার পরীক্ষা খরচ, শিক্ষাগত যোগ্যতার খরচ, স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল করার খরচ, পুলিশ ক্লিয়ারেন্স, ফ্লাইটের টিকিট ইত্যাদি|

সব মিলিয়ে কানাডায় যাওয়ার জন্য উপরের উল্লেখিত খরচের উপর ভিত্তি করে| একজনের আনুমানিক খরচ হবে প্রায় ১৫-২০ লাখ টাকা| তবে যদি আপনি পরিবারসহ যাওয়ার জন্য আবেদন করে থাকেন তাহলে খরচ বাড়তে পারে| কিন্তু কানাডায় ইমিগ্রেশন প্রক্রিয়া খরচ কিন্তু কম বেশি হতে পারে| সেজন্য তাদের ওয়েবসাইট থেকে ইমিগ্রেশন পরামর্শকদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন|

কানাডায় যাওয়ার জন্য সাশ্রয় ফ্লাইট খোঁজা

কানাডায় যাওয়ার জন্য সাশ্রয় ফ্লাইট খুঁজতে হলে আপনাকে কিছু কৌশল অবলম্বন করা লাগবে| এই  কৌশল গুলো অবলম্বন করে আপনি তুলনামূলক কম খরচে টিকিট পেতে পারেন| সঠিক সময়ে ফ্লাইট বুকিং করতে হবে| অর্থাৎ যাওয়ার দুই থেকে তিন মাস আগে ফ্লাইট বুকিং করতে হবে, এবং সপ্তাহের মাঝামাঝি দিনগুলিতে বুকিং করতে হবে|

তাহলে তুলনামূলক কম খরচ হবে, এবং এই দিনগুলোতে যাত্রী কম থাকে| তবে আপনি যদি সরাসরি ফ্লাইট বুকিং করে থাকেন তাহলে খরচ বেশি হবে| লে ওভার নিয়ে টিকিট কেটে গেলে খরচ কম হয় আপনি ইমেইল এলার্ট সেট করে রাখতে পারেন| কারণ কিছু কিছু ওয়েবসাইট ইমেইল এলার্ট সেট করে রাখলে যখন টিকিটের দাম কমে|

তখন তারা তা জানিয়ে দেই এজন্য আপনাকে সাশ্রয়েই ফ্লাইট খোঁজার জন্য, যে সকল নিয়মগুলো রয়েছে| সেগুলো মেনে এবং সঠিক সময়ে তা অবলম্বন করলে| তুলনামূলক ভাবে কম খরচে আপনার লক্ষ্যে আপনি যেতে পারবেন| এছাড়া এয়ারলাইনের যে ওয়েবসাইট গুলো রয়েছে, সেগুলো নিয়মিত চেক করতে পারেন|

কানাডায় স্টুডেন্ট ভিসার আবেদন প্রক্রিয়া

কানাডায় স্টুডেন্ট ভিসার আবেদন প্রক্রিয়া| বাংলাদেশ থেকে কানাডায় স্টুডেন্ট ভিসা আবেদন করার জন্য বেশ কিছু ধাপ অবলম্বন করতে হবে| কানাডায় প্রথমে আপনাকে এমন একটি (DLI) নির্বাচন করা লাগবে| যেটিতে শিক্ষার্থীদের আন্তর্জাতিক স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে অনুমোদন দেওয়া হয় | আর আপনাকে নিজের যোগ্যতার সাথে মিল করিয়ে প্রোগ্রাম বাছাই করা লাগবে, ও ভর্তির জন্য যে সকল যোগ্যতা প্রয়োজন সেগুলোকে পূরণ করতে হবে|

বাংলাদেশ-থেকে-কানাডা-যাওয়ার-উপায়

যখন আপনি বিশ্ববিদ্যালয় বা কলেজ বাছাই করে আবেদন করবেন| তারপর ভর্তি নিশ্চিত হলে সেখান থেকে আপনাকে একটি Letter Of Admission দেওয়া হবে| এটি ভিসা আবেদনের সময় কাজে লাগবে, কানাডা ভাষার উপর দক্ষতা প্রমাণ করতে হবে| সেখানে তারা কিছু প্রয়োজনীয় নথিপত্র নিয়ে থাকে, সেখানে যে নথিপত্রগুলো আপনাকে দেওয়া লাগবে|

একটি বৈধ পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, স্বাস্থ্য পরীক্ষার, পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট ও আপনি সেখানে পড়াশোনা করার জন্য| পড়াশোনা ও জীবনযাপনের জন্য যে খরচ পর্যাপ্ত পরিমাণে অর্থের প্রমাণ দেওয়া লাগবে| এটিকে বলে আর্থিক সুরক্ষা আপনাকে অনলাইনে ভিসা আবেদন করা লাগবে|

আরো পড়ুন:

এই সবশেষে আবেদন জমা দেওয়া হয়ে গেলে সেখানে ভিসা প্রসেসিং হতে দুই থেকে ছয় সপ্তাহ সময় লাগে| এবং তারা আপনাকে Study Permit একটি চিঠি দিবে| যেটা সেখানে গিয়ে Study Permit ভিসা হিসাবে কাজে লাগবে| এই সকল কৌশল গুলো অবলম্বন করে স্টুডেন্ট ভিসা আবেদনের কাজটি সহজ হবে|

বাংলাদেশ থেকে কানাডা কত কিলোমিটার

বাংলাদেশ থেকে কানাডা কত কিলোমিটার| সেটা নির্ভর করে আপনি কানাডার কোন শহরে যেতে চাচ্ছেন তার ওপর| যেহেতু বাংলাদেশ ও কানাডা অনেক দূরত্বে অবস্থিত| একটি দেশ এবং বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার জন্য কোন স্থল পথ নেই| তাই আপনাকে বিমান পথে এই পথ পরিমাপ করা লাগবে| পৃথিবীর দক্ষিণ এশিয়ায় অবস্থিত বাংলাদেশ থেকে কানাডা উত্তর আমেরিকায় অবস্থিত এ দেশটিতে যাওয়ার জন্য আপনাকে আটলান্টিক মহাসাগর ও উত্তর মেরু অঞ্চল দিয়ে যেতে হবে|

তার জন্য বিমান পথে সরাসরি যাওয়া লাগবে শহর থেকে আরেক শহরের দূরত্ব নির্ভর করে| বিমান উড়ান এর পথের উপর ভিত্তি করে, বিমান যদি উত্তর মেরু অঞ্চলের পাশ দিয়ে কানাডাতে যায় তবে তার দূরত্ব কমবে| আর দক্ষিণ এশিয়ার অবস্থিত বাংলাদেশ থেকে উত্তর আমেরিকায় অবস্থিত কানাডায় যাওয়ার দূরত্ব হবে (প্রায় ১১,৫০০-১৩,০০০ কিলোমিটার)| এটা আবার কম অথবা বেশি হবে সেটি নির্ভর করে আপনি কোন শহরে যাবেন তার ওপর|

শেষ কথা: বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার উপায় নিয়ে

বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার জন্য অনেক উপায় রয়েছে। পড়াশোনার জন্য, কাজের জন্য ও স্থায়ীভাবে বসবাসের জন্য| সেখানে আপনি আপনার বাজেট অনুযায়ী বিভিন্ন রকম ভিসা ও ভ্রমণের পদ্ধতি পাবেন| প্রতিটা ভিসার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা ও শর্তাবলী পূরণ করা লাগে| এবং আপনাকে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া লাগবে| এ পুরো আর্টিকেলটিতে বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার যে সকল বিষয় গুলো|

আপনার জানা প্রয়োজন সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আশা করছি পুরো আর্টিকেলটি পড়ে আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন| যে কানাডায় যাওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা ও শর্তাবলী পূরণ করতে হবে| আমাদের ওয়েবসাইটটিকে ফলো করে রাখতে পারেন| এরকম সব আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ পোস্ট পেতে| এত সময় ধরে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ|

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এস এস ড্রিম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url