ব্লগার ওয়েবসাইটে বাংলা আর্টিকেল লিখার নিয়ম সম্পর্কে জানুন

বাংলা আর্টিকেল লিখার নিয়ম, আপনি যদি একটি আর্টিকেল লিখতে চান| তাহলে আপনাকে সর্বপ্রথম আর্টিকেল লেখার নিয়ম গুলো সম্পর্কে জানতে হবে| আর্টিকেল লেখার অনেক ধরনের নিয়মকানুন রয়েছে, আপনি যদি আর্টিকেল লিখে অনলাইন থেকে ইনকাম করতে চান| তাহলে অবশ্যই আপনাকে আর্টিকেল লিখার নিয়ম গুলো জানতে হবে| 

বাংলা-আর্টিকেল-লিখার-নিয়ম
আর এই নিয়মগুলো মেনে যদি আপনি আর্টিকেল লিখেন তাহলেই খুব দ্রুত গুগলে ‍ রেংক করানো যাবে| আজকের এই পোস্টটিতে বাংলা আর্টিকেল লেখার নিয়ম গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব|

পেজ সূচিপত্র: ব্লগার ওয়েবসাইটে বাংলা আর্টিকেল লিখার নিয়ম

    বাংলা আর্টিকেল লিখার নিয়ম

    বাংলা আর্টিকেল লিখার নিয়ম আপনি যদি একটি আর্টিকেল লিখতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টি জানতে হবে সেটি হল আর্টিকেল লেখার নিয়ম| আপনি যদি একটি ভাল মানের আর্টিকেলে অনেকগুলো নিয়ম এবং বিষয়ের উপর নির্ভর করে থাকে| সেক্ষেত্রে আপনি যদি একটি বাংলা আর্টিকেল লেখার জন্য সেই নিয়ম গুলো সম্পর্কে জেনে থাকেন তাহলে আপনি খুব সহজেই আর্টিকেল লিখে গুগলে ‍ রাঙ্ক করাতে পারবেন|

    তাই আর্টিকেল লেখার যে সব নিয়ম গুলো রয়েছে সেগুলো আমাদের সঠিকভাবে জেনে থাকতে হবে| এই নিয়মগুলো না জানা থাকার কারণে অনেকেই এখনো আর্টিকেল লিখিয়ে গুগ করাতে পারেনি| এর জন্য ওয়েবসাইট থেকে এখনো ইনকাম করা হয়নি আয় আমাদেরকে আর্টিকেল লেখার সঠিক নিয়ম গুলো জেনে আর্টিকেল লিখতে হবে|

    কেননা একজন ফ্রিল্যান্সার আর্টিকেল লিখে নিজের ওয়েবসাইট থেকে প্রতিমাসে একটি ভালো মানের টাকা আয় করছে| আজকের এই পোস্টটিতে আপনারা জানবেন বাংলা আর্টিকেল কিভাবে লিখা যায় কিভাবে কিওয়ার্ড নির্বাচন করে| একটি আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে সকল তথ্য জানতে পারবে|

    বাংলা আর্টিকেলে ফোকাস কিওয়ার্ড নির্বাচন

    আর্টিকেলের মধ্যে ফোকাস কিওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ফোকাস কিওয়ার্ড বলতে| আপনি একটি আর্টিকেলে যেসব বিষয়টির উপর ভিত্তি করে আপনি একটি আর্টিকেল লিখবেন তাকে ফোকাস কিওয়ার্ড বলে| একটি আর্টিকেল লিখার ক্ষেত্রে যে বিষয়টির উপর ভিত্তি করে লিখবেন প্রথমে সে বিষয়টি ওপর আপনার ধারণা থাকতে হবে| ফোকাস কিওয়ার্ড মানে হচ্ছে টাইটেল সাধারণত ফোকাস কিওয়ার্ড দুই প্রকারের হয়| একটি হলো প্রাইমারি ফোকাস কিওয়ার্ড ও আরেকটি হলো সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ড| তবে এই আর্টিকেলটি লিখার সময় আপনাকে দুইটি বিষয় মনে রাখতে হবে|
    • আপনি আর্টিকেলটি কাদের জন্য লিখছেন,
    • আপনি আর্টিকেলটি যাদের জন্য লিখছেন তাদের কি সার্চ কৃত আর্টিকেল আপনার কনটেন্টর ভিতর আছে কিনা|
    তবে কি ওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক ধরনের ফ্রী টুল আছে ও কিছু প্রিমিয়াম টুল আছে| কিন্তু যারা নতুন পোস্ট লিখছেন তাদের জন্য ফ্রি টুলগুলো ব্যবহার করা উচিত| নিচে কিছু ফ্রি টুল এর নাম দেওয়া হল-
    • Google Keyword Planner
    • Ahrefs
    • Ubersuggest
    এগুলো হলো ফ্রি টুল এগুলো আপনি ব্যবহার করে আপনার ইচ্ছা মতো বিষয়গুলি উপর ভিত্তি করে কিওয়ার্ড রিসার্চ করে সেগুলো কি ওয়ার্ড ডিফিকাল্টি চেক করে সার্চ ভলিউম চেক করে কিওয়ার্ড নির্বাচন করতে পারবেন|

    আর্টিকেলের মধ্যে ভূমিকা বাটন তৈরি করা

    আর্টিকেলের মধ্যে ভূমিকা বাটন তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়| ভূমিকা বাটন যুক্ত করার সময় আপনাকে অবশ্যই একটি বিষয় মনে রাখতে হবে যে আপনার পোস্টটির সাথে যেন যে ভূমিকা বাটন টির মিল থাকে| এতে করে পাঠক যখন আপনার পোস্টটি পড়তে আসবে|

    সেই ভূমিকা বাটন দেখে সেখানে ক্লিক করার পর আপনার আরেকটি পোস্ট সে পড়বে| এতে করে আপনার ক্লিকার বাড়বে এবং আপনার ইনকাম বেশি হবে| আর আরেকটি বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে ভুমিকা বাটন ৫ থেকে ৬ শব্দের মধ্যে রাখতে হবে|

    আর্টিকেলের জন্য টাইটেল নির্বাচন

    আর্টিকেল লেখার সময় আমরা যেটাকে ফোকাস কিওয়ার্ড হিসাবে নির্বাচন করি মূলত সেটাই হলো টাইটেল| টাইটেল ও ফোকাস কি ওয়ার্ড দুইটি হল একই বিষয়| এ দুইটা আলাদাভাবে থাকলে হবে না| আপনাকে খেয়াল রাখতে হবে যে এই দুইটার যেন মিল থাকে| টাইটেল বা ফোকাস কিওয়ার্ড নির্বাচনে কিছু শর্ত আছে |
    আরো পড়ুন
    আরেকটি বিষয় আপনাকে মনে রাখতে হবে টাইটেল যেন ৫ থেকে ১০ শব্দের মধ্যে হয়| টাইটেল এর মধ্যে অবশ্যই কি আর থাকবে টাইটেল এর মধ্যে কিছু চিহ্ন রয়েছে যেগুলো ব্যবহার করা যাবে না যথা(# % *) শুধুমাত্র এই চিহ্নগুলো ব্যবহার করা যাবে(? - |)

    বাংলা আর্টিকেলের মধ্যে ভূমিকা যুক্ত করা

    বাংলা আর্টিকেলের মধ্যে ভূমিকা যুক্ত করা এ বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে| ভূমিকা সব সময় চার থেকে পাঁচ লাইনের হতে হবে| আপনি যে বিষয় নিয়ে আর্টিকেলটি লিখতে চান সেই বিষয়বস্তুর ওপর ভিত্তি করে ভূমিকাটি লিখবেন| ভূমিকার মধ্যে এমন কিছু লিখবেন যাতে পাঠক আকর্ষিত হয়| 
    বাংলা-আর্টিকেল-লিখার-নিয়ম
    আর প্রয়োজনীয় বিষয়গুলো এই আর্টিকেল টির মধ্যে খুঁজে পায়| কোন পাঠক যখন আপনার পোস্টটি বা আর্টিকেলটি পড়তে আসবে সে যেন ভূমিকা পড়ে আপনার আর্টিকেলটি সম্পন্ন পড়ে এই দিকে খেয়াল রেখে আপনাকে ভূমিকা লিখতে হবে

    বাংলা আর্টিকেলে পেজ সূচিপত্র তৈরি করা

    বাংলা আর্টিকেলে পেজ সূচিপত্র তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।আর্টিকেলে পেজ সূচিপত্র তৈরি করা প্রধান কারণ হলো যখন কোন পাঠক আর্টিকেলটি দেখে পড়তে আসবে। তখন সে পাঠক প্রথমে ভূমিকাটি পড়বে তারপর সে পেজ সূচিপত্র থেকে। তার প্রয়োজন অনুযায়ী যে বিষয়টি সে খুঁজছে তার ওপরে যখন ক্লিক করবে। তখন সে তার প্রয়োজনের জন্য যে বিষয়টি পড়তে আর্টিকেলটিতে ঢুকেছে সেই বিষয়টি খুব সহজেই পড়তে  পারবে।

    তাকে কষ্ট করে খুঁজে বের করতে হবে না। এর জন্য আপনাকে সঠিক নিয়মে পেজ সূচিপত্র তৈরি করতে হবে যাতে পাঠকের আর্টিকেলটি পড়তে সুবিধা হয়| পেজ সূচিপত্র তৈরি করার উদ্দেশ্য হল যাতে পাঠক আপনার আর্টিকেলটি দেখে আকর্ষিত হয় এবং পড়তে আগ্রহী হয় সে যেন খুব সহজেই তার প্রয়োজনীয় স্থানে পৌঁছাতে পারে এজন্য পেজ সূচিপত্র তৈরি করা অত্যন্ত জরুরী|

    আর্টিকেল গুলো প্যারাগ্রাফ আকারে লিখা

    আর্টিকেল গুলো প্যারাগ্রাফ আকারে লিখা বিষয়টি একটি আর্টিকেল লেখার সময় আপনাকে মনে রাখতে হবে| একটি আর্টিকেল যখন প্যারাগ্রাফ আকারে লিখা হবে তখন আর্টিকেলটি খুব সুন্দর, সহজ বোধ্য ও সুসংগঠিত হয়ে উঠবে| তার বিষয়বস্তু গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করা যাবে| এতে করে আপনার আর্টিকেলটি বেশ সুন্দর হবে এবং পাঠককে সে আর্টিকেলটি পড়তে আকর্ষিত করবে| যদি আর্টিকেল গুলো প্যারাগ্রাফ আকারে লিখা হয়|
    আরো পড়ুন
    তাহলে নির্দিষ্ট একটি ভাবনা প্রকাশ করা যাবে| আপনি আর্টিকেলটি যে বিষয়ে লিখতে চান প্রতিটা প্যারাগ্রাফে সে বিষয়ের সঠিক তথ্যগুলো পরিষ্কারভাবে তুলে ধরতে হবে| একটি আর্টিকেলের প্রতিটা হেডিং এর নিচে তিন থেকে পাঁচটি প্যারাগ্রাফ লিখতে হবে| এই নিয়ম অনুযায়ী যদি আপনি একটি আর্টিকেলে এরকম প্যারাগ্রাফ করে লিখেন তাহলে আপনার আর্টিকেলটি অনেক সুন্দর ও গোছালো হবে|

    আর্টিকেলের মধ্যে স্ক্রিনশট নেওয়ার নিয়ম

    আর্টিকেলের মধ্যেই স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে| অথবা স্ক্রিনশট যোগ করার ক্ষেত্রে আপনাকে নিয়ম গুলো সম্পর্কে জেনে স্ক্রিনশট নিতে হবে| এর জন্য আপনাকে নিয়মগুলো মানতে হবে এবং ভালোভাবে প্র্যাকটিস করা লাগবে| স্ক্রিনশট নেওয়ার সময় নিজেকে খেয়াল রাখতে হবে| যেন সঠিক অংশটুকু নিতে হবে বাড়তি কোন অংশ নেওয়া যাবে না| স্ক্রিনশট এর রেজুলেশন ভালো করে নিতে হবে যাতে করে পাঠকরা খুব সহজেই বুঝতে পারে| এবং শুধুমাত্র যেটুকু অংশ প্রয়োজন ততটুকুই নিতে হবে|

    এখানে উপরের উল্লেখিত স্ক্রিনশটটি আপনি যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন উপরের পুরো স্কিনের পিকচারটা স্ক্রিনশট হিসাবে প্রফেশনাল স্ক্রিনশট হয়নি|
    তবে এখন উপরে যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন সেটি স্ক্রিনশট ইমেজ হিসাবে ঠিক রয়েছে| আর এটা হচ্ছে প্রফেশনাল স্ক্রিনশট এখন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন| যে কিভাবে আপনারা প্রফেশনাল স্কিনশট আর্টিকেলের মধ্যে যুক্ত করবেন|

    বাংলা আর্টিকেলে আরো পড়ুন সেকশন যুক্ত করা

    বাংলা আর্টিকেলে আরো পড়ুন সেকশন যুক্ত করা হয়| এর কারণ হলো যে পাঠক যখন আপনার একটি আর্টিকেল পড়তে আসবে| তখন পাঠক যেন খুব সহজেই অন্য আর্টিকেলের সংশ্লিষ্ট লেখা গুলোতে খুব সহজে প্রবেশ করতে পারে| সেই জন্য আপনার আর্টিকেলের মূল বিষয়টির সঙ্গে মিল রেখে আরো অন্য কিছু বিষয়বস্তু নির্বাচন করতে পারবেন| অবশ্যই আপনাকে প্রতিটি আরও বলুন সেকশনে আলোচনা করা বিষয়ের সাথে মিল রেখে|
    বাংলা-আর্টিকেল-লিখার-নিয়ম
    অন্য একটি আর্টিকেলের লিংক যুক্ত করতে হবে| অবশ্যই লিংক যুক্ত করা টেক্সটটি আপনাকে আকর্ষণীয় করে রাখতে হবে যাতে করে পাঠক সেটা পড়তে আগ্রহী হন| আরো পড়ুন সেকশনের অংশটি স্পষ্ট ও আলাদা করে রাখবেন| এটি আপনি আর্টিকেলের মাঝে বা শেষে ব্যবহার করতে পারেন| এতে করে পাঠকের মূল বিষয়ের সঙ্গে সম্পর্কিত আরো অনেক বিষয়ে জানতে পারবেন|

    আর্টিকেলে ফিউচার ইমেজ ব্যবহার করা

    আর্টিকেলে ফিউচার ইমেজ ব্যবহার করা| বাংলা আর্টিকেল লেখার নিয়ম গুলোর মধ্যে এটি হল অন্যতম যা একটি আর্টিকেলে ব্যবহার করা উচিত| এতে করে আপনার আর্টিকেলটি সুস্পষ্ট ও সুন্দর ভাবে বোঝা যায়| আর্টিকেলের মধ্যে এমন একটি ফিউচার ইমেজ ব্যবহার করার চেষ্টা করবেন| যাতে সেটি দেখে মনে হয় বাস্তবের মত ও অনেক ভালোভাবে উপস্থাপন করবেন| এতে করে পাঠকরা যেন মনে করে|
    আরো পড়ুন
    এটি দেখে ধারণা করতে পারে এবং মনে করতে পারে যে এটি বাস্তবসম্মত ইমেজ| সব সময় চেষ্টা করবেন ফিউচার ইমেজ যেন রেজুলেশন বেশি থাকে| এতে করে ইমেজটি পরিষ্কার থাকবে এবং আকর্ষণীয় হবে ও পাঠকরা খুব সহজে বুঝতে পারবে| ইমেজ ব্যবহারের ফলে খুব দ্রুত পাঠকদের আগ্রহ তৈরি করা যাবে| আর্টিকেলটি বাস্তবসম্মত ও পাঠকদের কাছে অনেক গ্রহণযোগ্য লাগবে|

    আর্টিকেলের মধ্যে লেখকের শেষ মন্তব্য প্রকাশ করা

    আর্টিকেলের মধ্যে লেখকের শেষ মন্তব্য প্রকাশ করার মাধ্যমে| পুরো বিষয়টি খুব সুন্দর ভাবে উপস্থাপন করতে হবে| এতে করে পাঠকদের অনেক পরিষ্কার একটি ধারণা তৈরি করতে পারে| লেখকের শেষ কথা অথবা শেষ মন্তব্য প্রকাশের মাধ্যমে আর্টিকেলের যে সকল মূল বিষয়বস্তুগুলো রয়েছে| সেগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে হবে তে করে যখন কোন পাঠক আর্টিকেলটি পড়তে আসবে তখন যেন পুরো আর্টিকেলটি পড়ে খুব সহজে বুঝতে পারে|

    যে এতে কি বোঝানো হয়েছে| আর্টিকেলে লেখকের শেষ মন্তব্য প্রকাশের মাধ্যমে লেখক নিজস্ব মূল্যায়ন প্রদান করবেন| পাঠকদের সুন্দরভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করতে হবে| এবং পাঠকের প্রতি সম্মান প্রদর্শন করলে পাঠকরা আপনার লিখা আর্টিকেলটি পড়তে আগ্রহী হবে এসব কৌশল গুলো সঠিকভাবে আপনার আর্টিকেলটি যা অতি প্রভাবশালী করে তুলবে

    লেখকের শেষ কথা বাংলা আর্টিকেল লিখার নিয়ম সম্পর্কে

    বাংলা আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে লেখা আজকের এই পোস্টটি| আশা করছি আপনি সম্পূর্ণ পড়ার পর খুব ভালোভাবে বুঝতে পেরেছেন| আজকের এই পোস্টটি লিখার প্রধান উদ্দেশ্য হল যারা বাংলা আর্টিকেল লিখবেন| কিন্তু তার নিয়ম গুলো সম্পর্কে কিছু জানেন না তাদের জন্য এই পোস্টটি লিখা হয়েছে| উক্ত পোস্টটি আপনি সম্পূর্ণ পড়ার পর বুঝতে পারবেন|

    যে বাংলা আর্টিকেল লিখার জন্য আপনাকে কি কি নিয়ম মানতে হবে| এতক্ষন আমাদের সঙ্গে থেকে পোস্টটি সম্পন্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি| এবং আমাদের ওয়েবসাইট টিকে ভিজিট করে রাখুন যাতে এ ধরনের পোস্টগুলো আপনি সবার আগে দেখতে পান|

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    এস এস ড্রিম আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url